মেহেরপুরের কোর্ট রোড পন্ডের ঘাটে ইসমাইল ট্রেডার্স এবং হোটেল বাজারের মতিন হার্ডওয়্যারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও পুলিশ লাইনের এক দল সহযোগিতা করে।
জানা গেছে, কোর্ট রোড পন্ডের ঘাটে ইসমাইল ট্রেডার্সের বিরুদ্ধে নকল আঠা বিক্রয়ের অভিযোগ ছিল। অভিযানে অভিযোগের প্রমাণ পাওয়ায় দোকান মালিক সোহেল রানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৩০ হাজার টাকা এবং মতিন হার্ডওয়্যারের মালিক আব্দুল মতিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।