মেহেরপুর প্রতিনিধি ॥ ফেন্সিডিল রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় বিকাতুন খাতুন (৫৫) নামের এক মহিলার ৩ বছর সশ্রম কারাদন্ড ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই আদেশ দেন। সাজা প্রাপ্ত বিকাতুন খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলার বর্ডার পাড়ার সের আলীর স্ত্রী।
মামলার বিবরনে জানা গেছে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারী গাংনী উপজেলার বামুন্দী ক্যাম্পের এএস আই জামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী বাসস্ট্যান্ড পূর্বপাশে আলগামন স্ট্যান্ডে থেকে ৩৭ বোতল ফেন্সিডিল সহ বিকাতুন আটক করে। এ ঘটনায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টেও ২৪-বি(১)(বি) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২০। জি,আর,কেস নং ৪৫/১৭ পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্যশীট দাখিল করেন। মাললার সাক্ষির সাক্ষে আসামী বিকাতুন দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ৫বছর সশ্রম কারাদন্ড দেন। মামলার রাষ্ট পক্ষে এ্যাড. রুস্তম আলী এবং আসামী পক্ষে নুরুল হাসান কৌসুলী ছিলেন।