মাসুদ রানা,মেহেরপুর প্রতিনিধি(১৭/০৫/১৭)ঃ মেহেরপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের উদ্যেগে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, সহ-সভাপতি তারিকুল ইসলাম লিখন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সেতু, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত ই খুদা রুবেল ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ছাত্রলীগের নেতা কর্মীরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।