নিউজ ডেস্ক:নাশকতার মামলায় হাজিরা দিতে এসে গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ ৩১ জন বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বিকালে আটক নেতাকর্মীদের কারাগারে পাঠানো হয়। জিআর ৩৩২, ৩৩৩ ও ৩৩৪নং নাশকতার মামলায় গতকাল দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী রহমান আসামীদের কারাগারে পাঠাবার নির্দেশ দেন। আসামীরা হলো- গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আখেরুজ্জামান, বামুন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ইনসু, করমদি গ্রামের জাহাঙ্গীর আলম, বামন্দীর রতন, বাচ্চু, মুন্না, সোহাগ, চপল, গাংনীর এনামুল, আকবর, জুবায়ের, জুয়েল, সেলিম, কাজীপুরের স্বপন, আ. মালেক, হাসান, আজিজুল, পিন্টু, লিটন, কোদালকাটি গ্রামের শহিদুল, কামারখালীর টিকার উদ্দীন, মালসাদহের আতিয়ার, চৌগাছার ডাকু, মাইলমারির আবু জাফর, তেরাইলের আজগর, ছতিয়ানের জাহিদ, ধানখোলার মোস্তাক এবং মোহাম্মদপুরের শরিফুল ইসলাম।