মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা রাজস্ব,খাসজমি বন্দবস্ত কমিটির, ভূ-সম্পত্তি জবর দখল প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক প্রমুখ।