মেহেরপুরে গাংনীতে ১শ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

0
29

নিউজ ডেস্ক:

মেহেরপুরে ১শ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার বিকালে গাংনী উপজেলার কালিতলা কল্যানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাংনী উপজেলার ছাতিয়ান বাজার পাড়ার বাবুল হোসেনের ছেলে ইমরান আলী ওরফে বিদ্যুৎ(২৫), একই গ্রামের মসজিদ পাড়ার মৃত শফিরুল ইসলামের ছেলে আসাদুল(২৭) ও বাউট গ্রামের কাবরান আলী ওরফে মেকারের ছেলে হাসিবুর রহমান ওরফে হাসিব।

জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিল ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গাংনী উপজেলার কালিতলা গ্রাম থেকে ১শ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গাংনী থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।