স্টাফ রিপোর্টার: মেহেরপুর ২৫০ শয্য জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমানকে লাঞ্চিত ও দাপ্তরিক কাগজপত্র লুট করার অভিযোগ এনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের ভাই জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলসহ ৪ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ডা. মিজানুর রহমান বাদি হয়ে মেহেরপুর সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার নম্বর-০৯।
মামলার অন্য আসামিরা হলেন আওয়ামীলীগ নেতা ও মেহেরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, আওয়ামীলীগ কর্মী দেবাশীষ কুমার বাগচি ও ইলিয়াস হোসেন।
মামলার এজাহারে বাদির অভিযোগ, গত বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন মৃদুল, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলামসহ আসামিরা তত্বাবধায়কের কার্যালয়ে প্রবেশ করে তাকে শারিরিক ভাবে লাঞ্চিত করে এবং ২০১৭- ২০১৮ অর্থ বছরের খাবার ও কাপড় ধোয়ার দরপত্রের কাগজসহ বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এজাহারটি মামলায় অন্তর্ভুক্ত হয়েছে।