মেহেরপুর প্রতিনিধি ঃ
মেহেরপুর খাদ্য নিয়ন্ত্রন দপ্তরের দারোয়ান আব্দুল কুদ্দুস জিআর-৩৬৬/১৭ নং মামলায় হাজির দিতে গেলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে আদালতে পাঠাবার নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে জেল হাজতে পাঠাবার নির্দেশ দেন। ওই মামলায় ২নং আসামি আব্দুস কুদ্দুস আটক হলেও ১নং আসামি লাল মিয়া এখন আটক হয়নি।
উল্লেখ্য, গেল ২৬ নভেম্বর/১৭ পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুর শহরের মল্লিকপাড়া (কাঁসারি বাজার সংলগ্ন) এলাকার আব্দুল মালেক, তার ছেলে খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক কাওছার আলী ও লাল মিয়া জোটবদ্ধ হয়ে সদর উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী আব্দুল খালেককে মারধর করে হাত ও পায়ের হাড় ভেঙে দেয়। এঘটনায় নবাব বাদী হয়ে আব্দুল কুদ্দুস ও লাল মিয়াসহ ৫ জনকে আসামি করে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করে।