মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সমিল মন্ডল ও জিয়ারুল ইসলাম নামের দুইজনকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রামমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল হক এ আদালত পরিচালনা করেন। তিনি জানান অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও ভুমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধিনে তাদের অপরাধ সাবস্ত করে এ জরিমানা করা হয়েছে।
এসময় বিপুল পরিমান বালু ও বালু উত্তোলনকারী মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যা জিম্মায় রাখা হয়েছে।
একি আদালতে মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রীবহনের কারণে মহিবুল নামের একজনের ৭০০টাকা জরিমানা করে।
অপরদিকে সদর উপজেলার আমঝুপিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা ও ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামানন্দ পাল।
এ সময় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি মহাব্যবস্থাপক ফাহিম ফয়সাল উপস্থিত ছিলেন।
এছাড়াও আমঝুপি বাজারের হোমিও চিকিৎসক মোহাম্মদ খসরুর ২ হাজার টাকা এবং হোটেল ব্যবসায়ী আব্দুল জব্বাকে ৩ হাজার টাকা জরিমনা করা হয়েছে।