নিউজ ডেস্ক:অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকাসহ ব্যাগ খুইয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি হয়েছেন একানি (একাঙ্গী) ব্যবসায়ী নজরুল ইসলাম দানেশ (৫৫)। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মেহেরপুর সদর হাসপাতাল থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ ব্যক্তি চুয়ডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভান্ডারদহ গ্রামের মসজিদপাড়ার ইব্রাহিমের ছেলে। জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে লোকাল বাসযোগে চুয়াডাঙ্গা থেকে একানি (একাঙ্গী) কিনতে মেহেরপুর যাচ্ছিলেন দানেশ। পথের মধ্যে বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। খোয়া যায় তাঁর সঙ্গে থাকা নগদ টাকা ও ব্যাগপত্র।
এদিকে, মেহেরপুরে বাসস্ট্যাণ্ডে বাস থেকে সকল যাত্রী নামলেও অচেতন অবস্থায় পরে থাকতে দেখে বাসস্ট্যাণ্ড কর্তৃপক্ষ নজরুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুড় সদর হাসপাতালে ভর্তি করে। নজরুল ইসলামের কাছ থেকে তাঁর মোবাইলটি উদ্ধার করা যায়। মোবাইল ফোন থেকে নম্বর নিয়ে পরিাবরের সদস্যদেরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মেহেরপুর হাসপাতালে পৌছে অচেতন নজরুল ইসলামকে সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। একানি ব্যবসায়ী নজরুল ইসলাম দানেশের কাছে ৫০ হাজার টাকা ছিল বলে জানা গেছে।