সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে পরকীয়া প্রেমে একে অপরের বউ বদলের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে।
জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের মোশারফের ছেলে সেলিম মালেয়শিয়া থাকা অবস্থায় তার স্ত্রী সোমা খাতুনের সাথে একই গ্রামের পরাণ সেখের ছেলে সোহেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহেল তাঁতের কাজ করাতো সোমাকে দিয়ে। এর সুবাদে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। গভীর প্রেমের টানে সোমা তার দুই বছরের একটি ছেলে সন্তান তার দাদীর কাছে রেখে সোহেলের সাথে পালিয়ে যায়। অপর দিকে সোহেলের ঘরে স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।
এদিকে সোহেলের স্ত্রী তার স্বামীর অনৈতিক কাজের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সোমার স্বামী সেলিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৭ জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে সোহেলে স্ত্রীর সাথে সেলিমের বিবাহ হয় বলে জানা যায়। পরক্রিয়ার এমন বিরল ঘটনায় এলাকায় উৎসুক জনতা আলোচনার ঝড় তুলেছে।
স্থানীয়রা জানান, সেলিমের বউ সোহেলের সাথে পাঁচ মাস হল চলে গেছে। আর সোহেলের বউয়ের সাথে সেলিমের সাথে বিয়ে হয়েছে কিছু দিন হল। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই তাদের বিয়ে হয়েছে। হাস্যকর চাপা রহস্য উন্মোচনের জন্য গণমাধ্যমকর্মীরা জানার পর সেলিমের বাড়িতে যান। প্রথমত সেলিমের মা ও চাচা বউ বদলের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অতঃপর পরাণ সেখের ছেলে সোহেলের বাড়িতে গেলে তার মা ক্ষিপ্ত হয়ে জানান, আমার ছেলে সোহেল যা করেছে তাতে আপনাদের লাভ কি। বউ বদল করে বিয়ে হয়েছে তাতে কি হয়েছে। এছাড়া তিনি বিষয়টি গোপন রাখার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। তার স্থানীয়রা বিষয়টি নিয়ে সমালোচনা করলেও মাদকাসক্ত সোহেলের ভয়ে কেউ কিছু বলতে চাইছে না।
এদিকে একে অপরের বউ বদল করার রহস্য উভয় পরিবারের মধ্য গোপন রাখার চেষ্টা চলছে। যার কারণে এ ব্যপারে উভয় পরিবারের লোকজন কথা বলতে নারাজ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।