বারাদি প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলা বলিয়ারপুর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও খেলার জার্সি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বলিয়ারপুর প্রাইমারি স্কুল মাঠে পিরোজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ওহীদুর রহমান ডাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন। ফুটবল ও জার্সি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর হোসেন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক তৈহিদুল ইসলাম লাড্ডু, সাবেক ইউপি সদস্য আশাদুজ্জামান, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন স্বপন, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন প্রমূখ। এসময় সেখানে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
ছেলে মেয়েদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার আহবান জানিয়ে প্যানেল চেয়ারম্যান ওহীদুর রহমান বলেন, খেলাধুলায় সুস্থ মানসিতকা তৈরি করে। তাই খেলাধুলায় শিশুদের মনোনিবেশ করার কাজে সকলের প্রতি আহবান জানান।