বারাদি প্রতিনিধঃ মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডে যুবলীগের কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পিরোজপুর মাদ্রাসা প্রঙ্গনে এ সভার আয়োজন করা হয়। পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহমুদ বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ওহীদুল ইসলাম ডাবলু, ইউপি সদস্য হিমাদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা ওমর ফারুক, সুজন রহমান বাদশা।
পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন জুয়েল, আমঝুপি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক বাদল, যুবলীগ নেতা নাহিদ মাহামুদ,এম.এ জাব্বার খান,ইকলেচ সরদার, মহিবুল হক, রাসেল, রানা প্রমূখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কুতুব উদ্দিন বিশ্বাস, হোসেন আলী, সহ-সভাপতি নাহিদ মিয়া ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাজান আলী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক লাল মোহাম্মদ, যুবলীগ নেতা, বাহার আলী , সফের আলী, জুয়েল রানা, ওদুত হোসেন, জামান আলী, তরুণলীগের ইউনিয়ন সভাপতি আরিফুজ্জামান খানসহ ইউনিয়নের সকল যুবলীগের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, যারা যুবলীগ করেন তাদের মনে রাখতে হবে আপনারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শের সৈনিক। অংহকার যেন কোনোভাবেই যুবলীগ নেতাকর্মীকে গ্রাস করতে না পারে সেদিকে নেতাদের খেয়াল রাখতে হবে। আর কোনো শক্তি পিছিয়ে আমাদেরকে রাখতে পারবে না। রাজনীতিতে সমঝোতা একটি শিল্প। আমাদের পরিবারে সদস্য যেমন বাবা, মা, ভাই, বোন সবার সঙ্গে সমঝোতা করে চলতে হয়, ঠিক তেমনি রাজনীতিতে বিভিন্ন দল মতের মানুষদের সঙ্গেও সমঝোতা করতে হয়।