বারাদি প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করলেন ইউপি প্যানেল চেয়ারম্যান ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ওহীদুর রহমান ডাবলু। তিনি পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল সকালে এ উপলক্ষে পিরোজপুর ইউনিয়ন পরিষদের (বারাদিতে) হলরুমে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। এসময় সেখানে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাদুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান স্বপন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আরমান আলী, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মুর্শিদ কুলি ম্যাগা, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদিন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আরজান আলী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আশাদুল হকসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় প্যানেল চেয়ারম্যান ওহীদুর রহমান ডাবলু সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস হজ্ব পালন করার উদ্যোশে সৌদি আরব গমন করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন প্যানেল চেয়ারম্যান ওহীদুর রহমান ডাবলু। তিনি হজ্ব পালন করতে যাওয়ায় ইউনিয়ন বাসিসহ সকলের কাছে দোয়া কামনা করেন।