মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0
54

নিউজ ডেস্ক:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফরিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ আটক করেছে।

আটক ফরিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মাওলাদ মণ্ডলের ছেলে। বুধবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই মোহাম্মদ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি টিম মেহেরপুর সদর থানার আশরাফপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ডিবি সদস্যরা মোঃ ফরিদুল ইসলাম ওরফে ফরি (২৫)কে আটক করে । তার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনায় ফরিদুলের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।