মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা প্রশাসন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার সকালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবল খেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে জেলা পর্যয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবল খেলার উদ্বোধন করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা ফুটবল এ্যাসোসিয়নের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, সদর থানার ওসি রবিউল ইসলাম খান, উপজেলা শিক্ষা অফিসার আফিল উদ্দীন প্রমূখ। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হন। উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু ফুটবলে গাংনী উপজেলার হিজলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সদর উপজেলার হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা ফুটবলে সদর উপজেলার রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মুজিবনগর উপজেলার ভবানিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।