নিউজ ডেস্ক:মেহেরপুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা যুব মহিলা লীগের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলির সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সাংসদ অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা ম-ল, সদর উপজেলার সভাপতি লতিফন নেছা লতা, সম্পাদিকা রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলার সভানেত্রী তকলিমা খাতুন, শহর সভানেত্রী রোকসানা কামাল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ।
ঝিনাইদহ অফিস:
র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ঝিনাইদহে যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুব মহিলা লীগ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালাম ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সাংসদ আব্দুল হাই। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ শৈলকুপা উপজেলা শাখার সভাপতি আফরোজা নাসরিন লিপি, কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি সাদিয়া আক্তার পিংকি, যুব মহিলা লীগের নেতা তিশী আফরোজ চায়না, নাজমুন নাহার, কাকলী বেগম, সুলতানা জাহান, রাশিদা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।