স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ‘মেধা ও মননে সুন্দর আগামী’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ এর সহযোগিতায় সৃজনী বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬ উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন কিশোর-কিশোরী অংশ নেয়। দিন ব্যাপী তারা লিখিত পরীক্ষা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও কর্মশালায় অংশ নেয়। বিকেলে অনুুষ্ঠিত হয় আলোচনা সভা। ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কানু গোপাল মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ তোবারক হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সৃজনী ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ্যাড. মোজাম্মেল হক। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার। আলোচনা সভা শেষে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত ও ইয়েস কার্ড প্রদান করা হয়।