নিউজ ডেস্ক:
কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন হুজির প্রধান নেতা ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান। প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে নাকচ হওয়ার বিষয়টি মুফতি হান্নান ও অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা শরিফ শাহেদুলকে পড়ে শোনানো হয়েছে।
তাদের ফাঁসি দিতে কারাগারে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘প্রাণভিক্ষার আবেদন নামঞ্জুর হওয়ার কপি সোমবার দুপুরে কারাগারে এসে পৌঁছায়। এরপর হান্নান ও শাহেদুলকে বিষয়টি জানিয়ে দেয়া হয়। একই সঙ্গে কারা বিধি অনুযায়ী দুজনের ফাঁসি কার্যকরের ব্যবস্থা নেয়া হয়।
কারাগার সূত্র জানায়, ইতোমধ্যে ফাঁসি কার্যকরের সব ব্যবস্থা নেয়া হয়েছে। ১০ জন জল্লাদের একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে। তাদের মধ্যে জল্লাদ শাহজাহানের নামও রয়েছে।