নিউজ ডেস্ক:মুজিবনগরে অবৈধ মাটি বোঝায় ট্রাক্টর ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে সুইট (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সোনাপুর গ্রামের ঈদগাহ ময়দানের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুইট মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের আনারুল ইসলামে ছেলে ও মুজিবনগর ডিগ্রী কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র এবং বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সুইট মোটরবাইকে করে সোনাপুর নতুনপাড়া থেকে সোনাপুর বাজারের দিকে আসছিলো। অপরদিক থেকে একটি মাটি বোঝায় ট্রাক্টর যাচ্ছিলো। সোনাপুর ঈদগাহ ময়দানের কাছে পৌছালে রাস্তার বাঁকে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে সুইট ইদগাহ ময়দানের দেয়ালের সাথে ধাক্কা মারে। ধাক্কা লাগলে সে ঘটনাস্থলে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় জনগন তাকে উদ্ধার করে মুজিবনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে দুর্ঘটনার পর থেকে ট্রাক্টর চালক পলাতক রয়েছে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘাতক অবৈধ মাটি বোঝায় ট্রাক্টরটি আটক করেছে। দুর্ঘটনার পর থেকে ট্রাক্টর চালক পলাতক রয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত লাশ পুলিশ হেফাজতে ছিল।