মুজিবনগরে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী ভল্টু আটক

0
13

নিউজ ডেস্ক:মুজিবনগরে ৪ বোতল ফেনসিডিলসহ খালেকুজ্জামান ভল্টু (৩৭) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেদারগঞ্জ বাজার থেকে তাকে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে। আটককৃত মাদকব্যবসায়ী আনন্দবাস গ্রামের মৃত শওকত আলীর ছেলে ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনের ভাই। ডিবির ওসি ওবাইদুর রহমান আটকের ঘটনা নিশ্চিত করে জানান, ভল্টু ফেনসিডিল নিয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কোচে গোজা থাকা ৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।