নিউজ ডেস্ক:
‘অগ্নি’, ওয়ার্নিং’এর পর ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে বড় পর্দায় ফিরছে আরিফিন শুভ-মাহিয়া মাহি জুটি। মঙ্গলবার ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে।
এরইমধ্যে ইউটিউবে ট্রেইলারটি তিন লাখ বারের বেশি দেখা হয়েছে। পাঁচ হাজার লাইক পড়েছে। মন্তব্য পড়েছে সাড়ে সাতশ এর বেশি। এসব মন্তব্য বেশিরভাগই দর্শকই ট্রেইলারটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। অভিনয়শিল্পীদের প্রশংসা করেছেন।
কাইয়ুম খান নামে একজন লিখেছেন, এতদিন আমরা বাংলা ছিনেমায় পুলিশকে শুধু নেতিবাচক ভূমিকায় দেখেছি। এটা একমাত্র বাংলা ছবি যেখানে বাংলাদেশের পুলিশকে ইতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে। এগিয়ে যাক বাংলার ছবিপাড়া। ‘
রাহাত লিখেছেন, ‘বাপরে… এটা বাংলা সিনেমা? হলিউড সিনেমার চেয়েও ভালো করেছে। বাংলা সিনেমার ইতিহাসে সেরা চলচ্চিত্র হবে। দেখার অপেক্ষায় আছি। অসাধারণ। আরিফিন শুভ অনেক ভালো করেছেন। এটিকে ব্লকবাস্টার হতেই হবে। ‘
রুবেল লিখেছেন, ‘অসাধারণ ট্রেইলার। হিট হবে ইনশাআল্লাহ। আরিফিন শুভর জন্য অনেক অনেক ভালোবাসা। হলে দেখার জন্য অপেক্ষায় আছি। মাহি তুমি অসাধারণ। ‘
‘ঢাকা অ্যাটাক’ ছবিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, শিপন মিত্র প্রমুখ। ছবিটির কাহিনী লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ার। প্রযোজনা করছে বাংলাদেশ পুলিশ পরিবার, ফ্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড। ‘ঢাকা অ্যাটাক’ গত সোমবার ছাড়পত্র পায়। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৬ অক্টোবর।