নিউজ ডেস্ক:
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইন অঞ্চলে রোববার ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির আবহাওয়া ও জলানুসন্ধান বিভাগ একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় সময় রাত ১টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হোমালিন শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও ওই অঞ্চলের তামু ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে।