মোঃ সুমন আলী খাঁন: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারের মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম গনহত্যার প্রতিবাদে সর্বস্থরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বিকালে স্থানীয় দূর্লভপুর মাদ্রাসা মার্কেট থেকে মিছিল সহকারে ঢাকা সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা হয়ে গোপলার বাজারে এসে পথ সভায় মিলিত হন।
দেওয়ান মোশাহিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা মুহি উদ্দীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শায়খ আব্দুুুর রক্বীব হক্কানী, মাওলানা হাবিবুর রহমান, মুফতি সাদিকুর রহমান, হাফিজ মৌলদ আহমদ, মাওলানা মুহিবুর রহমান প্রমুখ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ কামরুল ইসলাম, হাফিজ ফরাশ উদ্দিন, মাওলানা জমশেদ আলী, কারী মাসুক আহমদ, মোহাম্মদ আবু তাহের, হারুন আহমদ, আব্দুল কাদির, মো: আব্বাস আলী, দেওয়ান তারিফ আহমদ চৌধুরী, ডা.রাসেল, মোহাম্মদ সেলিম, শাহ্ জিহাদ মিয়াসহ এলাকার কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিয়ান উপস্থিত ছিলেন। বক্তাগন অনিতিবিলম্বে রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধের আহ্বান জানান ।