নিউজ ডেস্ক:
সদ্য প্রয়াত রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েসের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তিনি ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।
গতকাল সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার মৃতদেহ ঢাকায় পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত এই কূটনীতিকের মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ কূটনীতিকের মৃতদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল সাইফুল্লাহ।
এর পর একে একে সংস্কৃতি ও নাট্যকর্মী ও তার সাবেক সহকর্মীরাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষরা তার প্রতি শ্রদ্ধা জানান। মিজারুল কায়েসের স্ত্রী নাঈমা কায়েস, তার দুই মেয়ে মানসী ও মাধুরী এবং তার দুই ভাই ও বোন এ সময় উপস্থিত ছিলেন। আজ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় গ্রামের বাড়িতে শেষ জানাজার পর তাঁর মরদেহ দাফন করা হবে।