হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের আহ্বায়ক আতাউস ছামাদ বাবুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আতাউস ছামাদ উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুর রউফ মেম্বারের ছেলে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেন আতাউস ছামাদ বাবু। ৪ আগস্ট তার নেতৃত্বে মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর চালানোর অভিযোগ আছে। তার বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় মামলাও রয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার উপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।