নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া এলাকা থেকে টোকন (১৯) নামের এক তেল পাম্পের কর্মচারীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে টোকনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে মেহেরপুর ডিবি। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া টোকন আলুকদিয়া ম-লপাড়ার কামাল উদ্দীনের ছেলে।
আলুকদিয়া এলাকার আশাদুল বিশ্বাসের তেল পাম্পের কর্মচারীরা জানান, গতকাল সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি এসে পাম্প থেকে পেট্রল নেন। পরে তাঁরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে পাম্পের কর্মচারী টোকনকে আটক করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আলকুদিয়া এলাকার তেল পাম্পের কর্মচারী টোকনকে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম টোকনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় এলাকার সজিব নামের এক মাদক কারবারিকে ৪৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টোকনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, টোকনের বিষয়ে তদন্ত চলছে, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।