জীবননগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর
নিউজ ডেস্ক:‘মাদক ছাড়ো কলম ধরো, মাদকমুক্ত সমাজ গড়ো’ স্লোগানে জীবননগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
এ সময় হাজি আলী আজগার টগর বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আকর্ষণ করাতে হবে। খেলাধুলার মধ্যে থাকলে তরুণেরা বিভিন্ন নেশাদ্রব্য সেবন করা থেকে যেমন দূরে থাকবে, তেমনি অসৎ সঙ্গ ত্যাগ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরল বাশার শিপলু, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম রাজা, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আওয়ামী লীগের নেতা শাখাওয়াত হোসেন ফরজ, পৌর যুবলীগের সভাপতি শাহ শরিফুল ইসলাম ছোট বাবু, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।
প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে কুষ্টিয়া একাদশ বনাম যশোর একাদশ। এদিকে, খেলা দেখতে জীবননগর উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকা থেকেও হাজারো ফুটবলপ্রেমী মাঠে ভিড় জমায়।