মাদকমুক্ত মেহেরপুর গড়ার লক্ষে কাজ করছি
নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রায় সাড়ে ৫শ বোতল ফেন্সিডিল এবং ৮ কেজি গাঁজা উদ্ধারের পর এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছে মেহেরপুর পুলিশ সুপার এস. এম মুরাদ আলী। মাদকবিরোধী অভিযানে পুলিশের বিশেষ ভূমিকা ও সফলতায় গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, মাদকমুক্ত মেহেরপুর গড়ার লক্ষে জেলা পুলিশ কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাতে পুলিশ মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা মাঠ থেকে ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারের কয়েক ঘণ্টা পর আবারও গাংনী থানার পুলিশ গাংনী উপজেলার সাহেবনগর এলাকা থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এই অভিযানগুলো পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ। প্রেসব্রিফিং এ অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, হাসিবুল আলম, গাংনী থানার ওসি রবিউল ইসলাম, ডিআইও-১ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।