চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করাসহ দুই মাদকসেবীকে আটক করেছে। গতকাল রোববার দিনভর চুয়াডাঙ্গা পৌর শহরসহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মদ, গাঁজা ও প্যাথেডিনসহ এদেরকে আটক করা হয়। পরে আটকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। মাদকদ্রব্যসহ আটককৃতরা হল- হাতিকাটার জিয়া জোয়ার্দ্দার, ইসলামপাড়ার ফজল, বড় মসজিদ পাড়ার রায়হান। এছাড়াও দু’মাদকসেবী হল- বোয়ালিয়া গ্রামের লিটন ও দামুড়হুদা গোবিন্দহুদা গ্রামের সেলিম।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার সাদা পোশাকে বিশেষ অভিযান পরিচালনাকরী টিম জেমিনি-১ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরতলী হাতিকাটা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার সুরত আলীর ছেলে জিয়া জোয়ার্দ্দারকে ৫০ গ্রাম গাাঁজাসহ আটক করা হয়। অপরদিকে একই টিম সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই লিটার বাংলা মদসহ ইসলামপাড়ার মৃত হোসেন খানের ছেলে ফজলুকে আটক করেন। একই সময় মদ্যপ অবস্থায় দু’মাতালকে আটক করেন। আটক দুই মাতাল হল-বোয়ালিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে লিটন ও দামুড়হুদা গোবিন্দহুদা গ্রামের জুড়ন শেখের ছেলে সেলিমকে।
এছাড়াও চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বাদুরতলার সামনে অভিযান চালিয়ে ৭পিস প্যাথেডিনসহ বড় মসজিদ পাড়ার রায়হানকে আটক করেন। আটক রায়হান একই এলাকার শুকুর আলীর ছেলে। পরে আটক এসকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।