চুয়াডাঙ্গার বেগমপুরে মাদকের টাকা নিয়ে বিরোধ, হাঁসুয়ার কোপে
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরে গাঁজা বিক্রেতার হাঁসুয়ার কোপে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ক্রেতা গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে বেগমপুর গ্রামের হাটপাড়ায় এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম বেগমপুর গ্রামের হাটপাড়ার জাহার আলীর ছেলে।
আহত সাইফুল ইসলাম জানান, কয়েক দিন আগে তাঁর নিকট থেকে বেগমপুর গ্রামের আরিফুল ইসলাম বারুদ সাড়ে তিন হাজার টাকা ধার নেন। গতকাল রাতে ওই টাকা চাইতে গেলে আরিফুল টাকা দিতে অস্বীকার করেন। এ সময় বাগবিত-ার একপর্যায়ে আরিফুল উত্তেজিত হয়ে ধারালো হাঁসুয়া দিয়ে সাইফুলের পিঠে কোপ দেন। এতে সাইফুল গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাইফুলের পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত সাইফুল ইসলাম মাদকের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করলেও পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘সাইফুলের অবস্থা আশঙ্কাজনক। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব বলেন, ‘আজ (গতকাল) রাতে গাঁজা কেনাবেচার টাকা নিয়ে সাইফুল নামের এক ক্রেতাকে কুপিয়ে জখম করেছেন একই এলাকার গাঁজা বিক্রেতা আরিফুল ইসলাম বারুদ। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত আরিফুল পলাতক রয়েছেন। তাঁকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’