মাগুরার শ্রীপুরেও করোনা আক্রান্ত রোগী সনাক্ত।

0
12

নিউজ ডেস্ক:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে যশোরের ৪২টি নমুনার মধ্যে ১৪টি, ঝিনাইদহের ১৫টি নমুনার মধ্যে ৮টি, নড়াইলের ৪টি নমুনার মধ্যে ৩টি, মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টিসহ মোট ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। মাগুরার দুই জনের মধ্যে একজন শ্রীপুর উপজেলার।

নাম: শ্রী বিপ্লব বিশ্বাস। পিতা:সুবোধ বিশ্বাস। গ্রাম:জারিয়া(বাখেরা)। ইউনিয়ন:সব্দালপুর।
সুত্রঃ মাগুরা সিভিল সার্জন এবং যবিপ্রবির জিনোম সেন্টার।
করোনা ভাইরাস যখন ঘরের কিনারায়। তখনও কেন এলাকাবাসি লকডাউন কে উপেক্ষা করে চলেছে। সেচ্ছাসেবক এবং প্রশাসনের পক্ষথেকে বারবার সতর্কতা করা সত্বেও কেউই তা সঠিক ভাবে মানছেন না।
শ্রীপুর বাসীর প্রতি করজোড়ে অনুরোধ। প্লিজ আপনারা ঘরে থাকুন। নিজেদের কে নিরাপদ রাখুন। ভালো থাকুক বাংলাদেশ।