নিউজ ডেস্ক:
সারফেস কিবোর্ডের উত্তরসূরি হিসেবে এবার ফিঙ্গারপ্রিন্ট রিডারযুক্ত আধুনিক কিবোর্ড জনসমক্ষে উন্মোচন করল মাইক্রোসফট।
জানা গেছে, কিবোর্ডের ডানপাশে দ্বিতীয় উইন্ডোজ বাটনের পাশে এই ফিঙ্গারপ্রিন্ট রিডারটি যুক্ত করেছে মাইক্রোসফট। ফিঙ্গারপ্রিন্ট রিডারে আঙুলের ছাপ দিয়ে উইন্ডোজ ১০ অথবা উইন্ডোজ হ্যালো অপারেটিং সিস্টেমে প্রবেশ করা যাবে। আধুনিক কিবোর্ডটি উইন্ডোজ ১০, ম্যাক ওএস এবং অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে কাজ করবে।
এছাড়া, তারবিহীন এবং তারযুক্ত উভয়ভাবেই কিবোর্ডটি কাজ করবে। আর এর দাম ধরা হয়েছে ১২৯.৯৯ মার্কিন ডলার। খুব শিগগির কিবোর্ডটি বাজারে আসবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
সূত্র: দ্য ভার্জ