মহেশপুরে সীমন্তে অবৈধভাবে ভারত প্রবেশকালে আটক তিন বাংলাদেশিকে

0
32

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশকালে তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাগুরা জেলার শালিখা থানার গজেন্দ্র নাথ রায়ের স্ত্রী নীলিমা রায়, অধির চন্দ্র রায়ের ছেলে গজেন্দ্র নাথ রায় ও ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলার বিমল কুমার বিশ্বাসের মেয়ে মনিশালা বিশ্বাস। ৫৮ বিজিবির উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, শ্যামকুড় বিওপির সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের ছাগল মোড় থেকে তাদের আটক করা হয়। তিনি আরো জানানা, আটককৃত আসামিদেরকে বিনাপাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।