ঝিনাইদহ সংবাদদাতাঃ নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানে ঝিনাইদহ মহেশপুরের পৌর শাখার সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মহেশপুরের পৌর শাখার শিবির সভাপতি ইসমাইল হোসেন পলাশকে (২৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। ইসমাইল হোসেন পলাশ মহেশপুরের হামিদপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে মহেশপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সত্যতা স্বীকার করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জেলা ব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে মহেশপুরের পৌর শাখার শিবির সভাপতি ইসমাইল হোসেন পলাশ (২৬)কে গ্রেফতার করা হয়।