মহেশপুরে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

0
9

নিউজ ডেস্ক:মহেশপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর বাজার চৌরাস্তার মোড় থেকে এ ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনজন মাদক ব্যবসায়ী ফলের কার্টুনের মধ্যে করে ভ্যানযোগে ফেনসিডিল পাচার করে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই তারেক ও এএসআই হুমায়ন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দত্তনগর চৌরাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৯৮ বোতল ফেনসিডিলসহ জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুর রহমান ওরফে রাব্বি খান (৩০), গোয়ালপাড়া গ্রামের জনি মোল্লা (২৩) ও আশতলাপাড়ার আমিনুর রহমান (৪২)। আটক করা ব্যক্তিদের মাদক আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।