নিউজ ডেস্ক:দামুড়হুদায় কুড়ুলগাছির বাজার পাড়ায় শহিদুল ইসলাম (৫৫) নামের এক কৃষক নিজের গৃহপালিত মহিষের শিঙের গুঁতোয় নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা দুইটার দিকে গ্রামের পাশের রায়সার বিলে দুটি মহিষকে গোসল করিয়ে নিয়ে আসার সময় বাজারের ভেতরে রাস্তার ওপর এ বিপত্তি ঘটে। এ সময় মহিষের মালিক গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যেই তাঁর মৃত্যু হয়। শহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজার পাড়ার মৃত খোরশেদ আলীর মেজো ছেলে ও কুড়ুলগাছি বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ভাই।স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বাজার পাড়ার মৃত খোরশেদ আলীর মেজো ছেলে প্রতিদিনের ন্যায় গতকাল বেলা দুইটার দিকে গ্রামের পাশে রায়সার বিলে নিজের দুটি গৃহপালিত মহিষকে গোসল করাতে নিয়ে যান। গোসলের শেষে বাড়িতে ফেরার পথে রাস্তায় অন্য এক জোড়া মহিষকে দেখে একটি মহিষ উত্তেজিত হয়ে যায়। এ সময় শহিদুল মহিষটির পাশে যেতেই মহিষটি শিং দিয়ে তাঁকে আঘাত করে। শিংয়ের আঘাতে শহিদুল ইসলামের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তাঁর মৃত্যু হয়।শহিদুলের এই অকাল মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শহিদুলকে এক নজর দেখতে দূর-দূরান্তের অনেক মানুষ তাঁর বাড়িতে ভিড় করেন। নিহত শহিদুলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল মাগরিবের নামাজের পর জানাজা শেষে কুড়ুলগাছি পূর্বপাড়া কবরস্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।