সড়ক সাজবে আলপনায় : একুশে বই মেলা হবে শিল্পকলায়
নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। সভার শুরুতে গত বছরের কর্মসূচি ও সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান।
প্রস্তুতি সভায় চুয়াডাঙ্গায় বিগত বছরের ধারাবাহিকতায় এবারও দিবসটি উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: এবার জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহে বর্ণমালাসহ আলপনায় সাজানো হবে বলে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক এ দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে তিনদিনবাপি বই মেলা আয়োজনেরও সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া ২০ ফেব্রুয়ারি সকল সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এদিন দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, ২১ ফেব্রুয়ারি প্রত্যুষে সকল অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে সুনির্দিষ্ট নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, একুশের প্রথম প্রহরে প্রভাত ফেরী, সকল প্রতিষ্ঠানে দিবসটি যথাযথভাবে পালন, কেন্দ্রীয় শহীদ মিনারে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ১১টায় সরকারি কলেজ মুক্তমঞ্চে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশু একাডেমির আয়োজনে শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, বাদ যোহর জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত প্রার্থনা এবং ২১ ফেব্রুয়ারি বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম প্রমূখ। এসময় জেলার সরকারি-বেসরকারি ও স্বায়ত্ত শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় প্রটোকল অনুযায়ী শৃঙ্খলা বজায় রেখে প্রবেশ পথ ও বাহির পথ দিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদনের প্রতি গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি এখন সারা বিশ্বে পালন করা হয়ে থাকে। তাই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে আমাদেরকেও। দিবসটির গুরুত্ব বাড়িয়ে তুলতে শহরের সকল সড়ক বর্ণমালার পাশাপাশি আলপনায় সাজানো হবে। সকলের উৎসাহ আর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে তিনদিনব্যাপি বই মেলা হবে।’