লক্ষ্মীপুর প্রতিনিধি॥ লক্ষ্মীপুরের দাসেরহাট বাজার এলাকায় গড়ে উঠা মেঘনা সমাজকল্যাণ সংঘ নামে একটি সামাজিক সংগঠনের কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা এবং অসন্তোষ প্রকাশ করেছেন ওই এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সমাজের সচেতন ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে এ সংগঠনটির কার্যালয়ে অতর্কিত হামলা এবং ভাংচুর তান্ডব চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত। এ সময় কার্যালয়ে লাগানো সংগঠনটির সাইনবোর্ড, ঘরের পিলার ও টিন ভেঙ্গে নিয়ে যায় তারা। অথচ ১৯৭৩ সালে চন্দ্রগঞ্জ থানার ১৮নং কুশাখালী ইউনিয়নের সচেতন এবং সুশীল ব্যক্তিবর্গের উদ্যোগে দাসেরহাট বাজার এলাকায় মেঘনা সমাজকল্যাণ সংঘ নামে এ সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। উদ্দেশ্য ছিল সামাজিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা।
এ ঘটনায় জড়িতদের অতি শিগগির আইনের আওতায় এনে বিচার দাবী করছেন ওই সংগঠনটির সকল সদস্য এবং স্থানীয়রা। এছাড়া মেঘনা সমাজকল্যাণ সংঘের ৫ শতাংশ জায়গায় কার্যালয় হিসেবে নতুন ঘর নির্মাণে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা।