ভ্রাম্যমাণ আদালত পরিচালনা দুটি ইটভাটা বন্ধের নির্দেশ, একটি ভাটায় জরিমানা

0
11

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া প্রধান সড়কের মাঝামাঝি দেহাটিতে অবস্থিত মেসার্স এআর ব্রিকস, শাহ্ ব্রিকস ও নিউ ব্রিকস নামের তিনটি ইটভাটায় অবৈধভাবে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানো ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এবং অপরাধের পরিপ্রেক্ষিতে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর দুইটি ইটভাটাকে ইট উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহমেদ ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে ইট উৎপাদন, পোড়ানো, মাটির যথেচ্ছা ব্যবহার, কৃষি জমিতে ইটভাটা স্থাপন, ভাটায় টিনের তৈরি চিমনি ব্যবহার ও কাঠ পোড়ানো অপরাধে নিউ ব্রিকসের মালিক মাসুদুজ্জামান ওরফে মিনুকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের এসআই ইউছুপ আলীসহ পুলিশ সদস্যরা এবং জীবননগর উপজেলা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মোশারেফ হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা।