ভেজাল মিশ্রীর কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

0
11

চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড়ে জেলা প্রশাসন-এনএসআই’র যৌথ অভিযান

নিউজ ডেস্ক:অবৈধ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য মিশ্রী এবং চকলেট তৈরির অপরাধে চুয়াডাঙ্গার জুঁথী ট্রেডার্স নামক এক প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের তথ্য ও সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এরআগে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ায় একটি নির্জন আবাসিক এলাকায় অনুমোদনবিহীন কারখানার সন্ধান পায় এনএসআই। তাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোখে পড়ে চিনি ও সাধারণ পানি জালিয়ে তা মাটির উপর একটি বিশেষ পাত্রে রেখে মিশ্রী তৈরি করা হচ্ছে। যা পরবর্তীতে ঢাকার ডায়মন্ড ফুড প্রোডাক্টসের ডায়মন্ড মিশ্রী হিসাবে বাজারজাত করা হয়। একই সঙ্গে সাগর ক্যান্ডি নামক একটি চকলেট প্রস্তুত করে আসছে তারা। এ সমস্ত কর্মকান্ড সম্পূর্ণ বেআইনি, অবৈধ ও অস্বাস্থ্যকর বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় অবৈধ প্রক্রিয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারায় জুঁথী ট্রেডার্সের স্বত্তাধিকারী ও কারখানা মালিক জাহাঙ্গীর হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন এনএসআই চুয়াডাঙ্গা’র সহকারী পরিচালক লুৎফুল কবির, তপু কুমার ভৌমিক, ফিল্ড অফিসার শামসুজ্জোহা, জুনিয়র ফিল্ড অফিসার এমামুল হক, পর্যবেক্ষক নজরুল ইসলামসহ জেলা পুলিশের একটি দল।