ঝিনাইদহের ডাকবাংলায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাকের ধাক্কা
নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা ত্রিমহনী ইসলামী ব্যাংকের সামনে যমুনা তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রান্সমিটারসহ দু’টি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দেয়। ফলে ট্রান্সমিটারসহ দু’টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়। গতকাল সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো ওই এলাকায়। যমুনা তেলবাহী একটি ট্রাক চুয়াডাঙ্গা হতে খুলনার দিকে যাওয়ার সময় ট্রাক ড্রাইভার ঘুমিয়ে পড়েন। যার ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকটির নং- চুয়াডাঙ্গা ট-০৯-০০০২। ট্রান্সমিটারসহ দু’টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ায় আশপাশের বিদ্যুত সংযোগ নেওয়াদ গ্রাহকদের কিছু সময়ের জন্য বেশ অসুবিধা পোহাতে হয় বলে এক ভুক্তভোগি এই প্রতিবেদককে জানান। এ ঘটনার পর থেকে হেলপার ও ড্রাইভার পলাতক রয়েছে বলে জানান ডাকবাংলার পুলিশ ফাঁড়ির ইনচার্জ।