ছবি: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার থেকে নেওয়া
দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার দুপুরে ভারতের সেখানকার পালাম বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান তিনি।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে নয়াদিল্লীতে ভারতীয় বিমান বাহিনীর পালাম স্টেশনে অবতরণ করেছে।
এর আগে নয়াদিল্লীর উদ্দেশে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ এ এস এম ফিরোজ, তিনবাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।