নিউজ ডেস্ক:
শনিবার দেশটির সংবাদমাধ্যম এ পরিকল্পনার বিষয়টি সামনে নিয়ে এসেছে।
সম্প্রতি বিতর্কিত ভূখণ্ড ‘কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধাউরাকে’ অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র সংসদে পাস করে কেপি শর্মা অলির সরকার। দেশটির ২৭৫ আসনবিশিষ্ট পার্লামেন্টে ২৫৮ ভোটে মানচিত্রটি পাস হয়।
এ বিষয়ে নেপালের ভূমি ব্যবস্থাপনামন্ত্রী পদ্মা আরিয়াল শনিবার জানান, আমরা শিগগিরই এই সংশোধিত মানচিত্র পাঠাচ্ছি। মধ্য আগস্টের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই মানচিত্র পাঠানো হবে।
এছাড়া জানা যায়, নেপাল সরকার এরইমধ্যে এই সংশোধিত মানচিত্রের ২৫ হাজার কপি ছাপিয়ে স্থানীয় ইউনিট, প্রাদেশিক বিভিন্ন সংস্থা ও অন্যান্য দফতরে পাঠিয়েছে।
চলতি বছরের ৮ মে লিপুলেখ থেকে ধরচুলা পর্যন্ত সড়ক উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপরই ভারতের সঙ্গে নতুন করে সীমান্ত বিরোধে জড়িয়ে পড়ে নেপাল।
১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে নেপাল ও ভারতের মধ্যে। এর মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দু’দেশের বিরোধ চলছে। বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডের মধ্যে-কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অন্যতম। অনেক দিন ধরেই এ ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ও নেপাল।
বর্তমান বিতর্কের কেন্দ্রে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরা- এই তিনটি অংশই রয়েছে নেপালের উত্তর-পশ্চিমে। এর দক্ষিণে ভারতের কুমায়ুন এবং উত্তরে চীনের তিব্বত। এ ভূখণ্ডটি নেপাল, ভারত ও চীনের একটি সংযোগস্থল হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়।