নিউজ ডেস্ক:
ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খন্ড রাজ্যে স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে ছয় পুলিশ সদস্য নিহত ও আরো চারজন আহত হয়েছে। একটি গাড়িতে করে যাওয়ার সময় তারা এ বিস্ফোরণের শিকার হন। বুধবার পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।
এ অঞ্চলে সক্রিয় বামপন্থী নক্সাল বিদ্রোহীরা এ স্থলমাইন পেতে রেখে এটির বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ ধারণা করছে।
ঝাড়খন্ডের রাজধানী নগরী রাঁচির প্রায় ২৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে গড়ওয়া জেলায় বুদ্ধা পাহাড়ের কাছের একটি সড়কে মঙ্গলবার বিকেলে এ বিস্ফোরণ ঘটে।
এক পুলিশ কর্মকর্তা বলেন ‘বিস্ফোরণে ঝাড়খন্ড জাগুয়ার ফোর্সের ছয় পুলিশ সদস্য নিহত ও চারজন আহত হয়েছে। ওই পথ দিয়ে যাওয়ার সময় এ স্থলমাইনের বিস্ফোরণে পুলিশের গাড়িটি উড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।’
উন্নত চিকিৎসার জন্য আহতদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়।