দামুড়হুদায় বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ি, মদ ও ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালানী উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের আম বাগান হতে ১টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।
এদিকে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আলিমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের মাঠ থেকে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৫শ’ টাকা।
একইদিন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের এতিমখানা থেকে ১টি ভারতীয় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
অপরদিকে, গত বুধবার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোষ্ট হতে ১৮টি ভারতীয় উন্নতমানের শাড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
একইদিন বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোষ্ট হতে ৮০টি ভারতীয় গঁষঃর ঠরঃধসরহ ট্যাবলেট, ১০০টি খবপড়ঢ়বহব ধহফ গঁঃরসবহবৎধষ ঈধঢ়ংঁষবং, ১০৪টি ঊীুমৎধ ট্যাবলেট, ৮০টি ঙহধমৎধ ট্যাবলেট এবং ১৯২টি উৎ. ঢ ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৯ হাজার ৪শ’ টাকা।
উদ্ধারকৃত ২টি গরু, ১৮টি শাড়ি, ৫৫৬টি ট্যাবলেট ও ১১ বোতল মদ’র সর্বমোট মুল্য ৩ লাখ ৮ হাজার ৯শ’ টাকা। উদ্ধারকৃত শাড়ি, ট্যাবলেট, মদ এবং গরু কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।