নিউজ ডেস্ক:
সম্প্রতি এক স্কোয়াড্রন সু৩০-মিক যুদ্ধ বিমানকে তামিলনাডুর থানজাভুর এয়ারফোর্স বেসে স্থানান্তরিত করছে ভারতীয় বিমানবাহিনী। ডিজিটাল গ্লোব অ্যান্ড প্ল্যানেট ল্যাবের প্রকাশিত স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে এই তথ্য।
যদিও সরকারি সূত্রে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি।
সু৩০-মিক যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন রাখার জন্যই ২০১৩ সালে উদ্বোধন করা হয়েছিল থানজাভুর এয়ারফোর্স বেসের। তখন বলা হয়েছিল ২০১৭-১৮ সালের মধ্যে এখানে স্থানান্তরিত করা হবে যুদ্ধ বিমানগুলো। যদিও প্রশ্ন উঠছে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম সীমান্তে চীন ও পাকিস্তানের বাড়বাড়ন্তের পরেও কেন দক্ষিণে স্থানান্তরিত করা হচ্ছে এই যুদ্ধ বিমান।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত মহাসাগর এলাকায় নিজেদের অধিকার রক্ষা করতে চাইছে কেন্দ্র। শুধু দেশের দু-প্রান্তে না রেখে সারা দেশের বিভিন্ন দিকের নিরাপত্তা বজায় রাখতে সুখোইকে ব্যবহার করছে বিমানবাহিনী।
উপগ্রহ চিত্রে উঠে এসেছে, থানজাভুর এয়ারফোর্স বেসে বিমানবাহিনীর শক্তি বাড়ানোর জন্য অতিরিক্ত পরিকাঠামো গঠনে নজর দিয়েছে কেন্দ্রে।
সূত্র: কলকাতা২৪.ডটকম ।