ভবনটি চালু হলে শ্রেণীকক্ষ সংকট থাকবে না

0
9

ঝিনুক বালিকা বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহতাব উদ্দীন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এড. নুরুল ইসলাম মালিক, প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, এড. আ.স.ম আব্দুর রউফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন পর ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একটি বহুতল ভবন নির্মাণ হতে যাচ্ছে। এটি চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন। পূর্বের টিন শেড ঘর ভেঙে সেখানেই এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভবনটি চালু হলে বিদ্যালয়ের আর শ্রেণীকক্ষ সংকট থাকবে না।