নিউজ ডেস্ক:
আবারো উত্তপ্ত হতে শুরু করেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। তারই জের ধরে ভারতের ব্যালিস্টিক মিসাইলের মোকাবেলা করতে এবার উদ্যোগ নিল পাকিস্তান। বুধবার সাফল্যের সঙ্গে সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক মিসাইল নাসর উৎক্ষেপণ করেছে তারা। যার পরপরই ভারতকে কটাক্ষ করে পাক সেনা প্রধান নাসির জাভেদ বাজওয়া বলেন, অনেকের পরিকল্পনায় ঠান্ডা জল ঢেলে দিল পাকিস্তান।
এ ব্যাপারে পাক সেনা জানিয়েছেন, নাসর হল একটি অত্যাধুনিক সারফেস-টু-সারফেস ক্ষেপনাস্ত্র। যেটি দ্রুতই যেকোন স্থানে মোতায়েন করা সম্ভব।
জানা গেছে, এই ব্যালিস্টিক মিসাইলটি উৎক্ষেপণের আগে বেশ কয়েকবার পরীক্ষা করেছিল পাক সেনারা। সম্পূর্ণ ভাবে নিশ্চিত হয়ে তবেই চূড়ান্ত পরীক্ষার জন্য নামানো হয়েছে মিসাইটিকে।