নিউজ ডেস্ক:
যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যাকাণ্ড মামলার আসামি ফখরুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।
গতকাল রোববার সন্ধ্যায় কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ‘প্রযুক্তির সাহায্যে রবিনের অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের সঙ্গে গোয়েন্দারাও কাজ করছেন। রবিনের অবস্থান জানতে না পারায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না।
এ ঘটনায় তৃতীয়পক্ষের সংশ্লিষ্টতা আছে কি না? এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তার সম্ভাবনা খুবই কম। কেননা বাসার সিসি ক্যামেরার ফুটেজেও আরিফাকে কুপিয়ে জখমের দৃশ্য আছে। সেখানে রবিনকে দেখা যায়। তবে কী করণে রবিন এ কাজ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর সেন্ট্রাল রোড সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় ছুরিকাঘাতে আহত হন আরিফুন্নেসা আরিফা। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরিফার প্রাক্তন স্বামী ফখরুল ইসলাম রবিনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই।